ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে আটক শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতে তোলার পথে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সকালে জেলা পুলিশ আটক শিক্ষক মানিককে আদালতে তুলতে গেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে গণপিটুনি দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযুক্ত শিক্ষক মানিককে পুনরায় কোর্ট হাজতে প্রেরণ করে।
পরে শহর চৌড়াস্তা মোড়ে মানিকের ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা করেন জেলার সর্বস্থরের মানুষ। প্রতিবাদ সভায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা জর্জ কোর্ট চত্বরে এসে অবস্থান নেয়। এসময় ধর্ষকের ফাঁসির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
উল্লেখ্য, বিদ্যালয় বন্ধ থাকার সত্ত্বেও ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোজাম্মেল হক মানিক স্কুলের বাচ্চাদের প্রাইভেট পড়ান। প্রতিদিনের মতো প্রাইভেটে যায় ভুক্তভোগী ওই শিক্ষার্থী। এ সময় সুযোগ বুঝে একটি কক্ষে নিয়ে পাশবিক নির্যাতনের পর ধর্ষণ করে পালিয়ে যান শিক্ষক।
বিডি-প্রতিদিন/শআ