ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ভুট্টাক্ষেত থেকে সিয়াম(৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামে একটি ভুট্টা খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে ঐ শিশুর সৎভাইকে আটক করেছে পুলিশ।
সিয়াম ইনুয়া গ্রামের মোহাম্মদ আলী ছেলে।
সিয়ামে মা সানু আক্তার জানায়, বৃস্পতিবার দুপুরে সিয়ামকে বাড়িতে রেখে পাশের মাঠে গরুর জন্য ঘাস আনতে যান তিনি। ফিরে এসে দেখেন সিয়াম বাড়িতে নেই। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে ভুট্টা খেতে তার মরদেহ দেখতে পান।
পীরগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুল হালিম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। এ ঘটনায় সৎ ভাইকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল