যথাযথ মর্যাদায় মানিকগঞ্জে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রশাসনের পক্ষ থেকে মানিকগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাসহ সাংবাদিকরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দিনের শুরুতে সূর্যোদয়ের পর বিভিন্ন স্কুল-কলেজ, সামাজিক সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানসহ রাজনৈতিক ব্যক্তিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা ও পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনসহ প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিরা পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডি প্রতিদিন/নাজিম