রংপুরে তিনটি স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল গুড়িয়ে দেয়া হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও জিলাস্তুলের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর করা হয়েছে। বেরোবিতে শেখ মুজিবুর রহমান হলের নাম মুছে দিয়ে ‘বিজয় ২৪’ হল নামকরণ করা হয়েছে।
এ ছাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নামফলকও ভেঙে ফেলা হয়েছে। শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে শেখ হাসিনার ব্যঙ্গচিত্র দাহ করা হয়। এসব ঘটনা বুধবার রাত ১০ টা থেকে গভীর রাত পর্যন্ত ঘটেছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্র ও জনতার ব্যানারে এসব ভাংচুর করা হয়। এরপরে কারমাইকেল কলেজের মূল ফটকের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল হাতুড়ি দিয়ে ভাংচুর করে পরে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।
অপরদিকে রাত ১টার দিকে রংপুর জিলা স্কুল মোড়ে স্থাপিত শেখ মুজিবের ম্যুরালটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হলে সেখানে বঙ্গবন্ধুর ম্যুরালটি ভেঙে ক্ষতবিক্ষত করে শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত একটি ব্যানার সাঁটানো হয়েছিল। এছাড়া ওই স্থানটির নামকরণ করা হয় স্বাধীনতা চত্বর।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, শেখ হাসিনা লাইভে এসে ছাত্র-জনতার উদ্দেশে ভাষণ দেওয়ার প্রতিবাদে আমাদের বুলডোজার কর্মসূচি। আমার ভাইদের রক্তের দাগ না শুকাতেই খুনি হাসিনা প্রকাশ্যে আসার সাহস দেখায় কী করে। ফ্যাসিবাদকে এ দেশ থেকে নিশ্চিহ্ন করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব রাজিমুজ্জামান হৃদয় বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কারমাইকেল কলেজ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব ম্যুরালের কবর রচনা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।’
বিডি প্রতিদিন/জামশেদ