বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নওগাঁয় অসহায়, ছিন্নমূল ও নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজু।
চলমান শীতের এমন তীব্রতায় নাজেহাল হয়ে পড়েছে উত্তরের জেলা নওগাঁর আত্রাই-রাণীনগরের নিম্ম আয়ের মানুষরা। এমন শীতে বুধবার রাতে আত্রাই ও রাণীনগরের রেলষ্ট্রেশনসহ বিভিন্ন স্থানে এসব শীতবস্ত্র বিতরণ করা
নওগাঁ বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম রেজু বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের জন্যই বিএনপির রাজনীতি। মানুষ মানুষের জন্য একথা ভেবে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আত্রাই-রাণীনগরের মানুষেরা যেন শীতে কষ্ট না পায় সেজন্য শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। পুরো শীতে এ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/জামশেদ