রংপুরের পীরগঞ্জের সাবেক এমপি নুর মোহাম্মদ মন্ডলের বিনোদন কেন্দ্র ও সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। সেই সঙ্গে আটটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশের আদেশ দেওয়া হয়েছে। দুদকের পক্ষে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক রংপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক রুবেল হোসেন রংপুরের সিনিয়র স্পেশাল জজ ফজলে খোদা মো. নাজিরের আদালতে নুর মোহাম্মদ মন্ডলের সব অস্থাবর-স্থাবর সম্পদ ক্রোক করা, সেই সঙ্গে তার নামে আটটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আবেদন জানালে বিচারক আবেদন মঞ্জুর করেন। গতকাল বিকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) রংপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক রুবেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল। তিনটি বড় রাজনৈতিক দলের আমলে অবৈধ সুযোগ নিয়ে অঢেল সম্পদ গড়েছেন। জাতীয় পার্টি, বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতি করার সুবাদে দুবার এমপি এবং তিনবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।