রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে মো. নাঈম (২০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নাঈমের চাচা রাজু মিয়া বলেন, কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনে নাঈম ৬ মাস ধরে কাজ করছে। কাজ করার সময় অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে সে মারা যায়। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুরপাড় গ্রামের নাজিমুল ইসলামের সন্তান নাঈম।