১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমানো হয়েছে। এ হিসাবে মার্চের জন্য ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৪৭৮ টাকা থেকে কমে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গতকাল সন্ধ্যা থেকে এই দাম কার্যকর হয়। গতকাল বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে অটো গ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৩১ পয়সা কমানো হয়েছে। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ, সদস্য মিজানুর রহমান, ড. সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আবদুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার উপস্থিত ছিলেন।
এর আগে ২ ফেব্রুয়ারি গত মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। বিইআরসির গতকালের ঘোষণা অনুযায়ী অটো গ্যাসের দাম মার্চ মাসের জন্য প্রতি লিটারে ৬৭ টাকা ৭৪ পয়সা থেকে কমে ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া মার্চে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ১১৯ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ১১৭ টাকা শূন্য ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
প্রতি মাসে এলপিজির দুই উপাদানের (প্রোপেন ও বিউটেন) মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। আমদানিকারক কোম্পানির চালানমূল্য থেকে গড় করে পুরো মাসের জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।