চট্টগ্রামে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেল কার্যক্রমে চাল না থাকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা। রমজান উপলক্ষে ট্রাক সেল থেকে পণ্য সংগ্রহের বিপুল আগ্রহ দেখা গেলেও চাল না পেয়ে অনেকে হতাশ হচ্ছেন। জানা গেছে, আগের সরকারের সময় ফ্যামিলি কার্ড দিয়ে টিসিবি পণ্য বিক্রি করলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ট্রাক সেলের মাধ্যমে উন্মুক্তভাবে পণ্য বিক্রি শুরু হয়। এ উদ্যোগকে মধ্য ও নিম্নমধ্যবিত্তরা স্বাগত জানান। ট্রাক সেলের পণ্য কিনতে ঝামেলা কম হওয়ায় অনেকেই এসব পণ্য সংগ্রহে লাইনে দাঁড়াচ্ছেন। কিন্তু কার্যক্রম শুরুর কিছুদিন পর তেল ও চালের সংকট দেখা দেয়। বর্তমানে তেলের সংকট নিরসন হলেও বন্ধ রয়েছে চাল দেওয়ার কার্যক্রম। টিসিবি সূত্র জানায়, ২৪ অক্টোবর থেকে চট্টগ্রাম নগীর ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে সংস্থাটি। তবে ৩১ ডিসেম্বর এ কার্যক্রম বন্ধ হয়ে যায়। রমজান সামনে রেখে ১০ ফেব্রুয়ারি এ কার্যক্রম শুরু হয়েছে।
প্রতিদিন নগরীর ২০টি পয়েন্টে এ কার্যক্রম চলছে। প্রতিটি পয়েন্টে ২০০ জন করে প্রতিদিন ৪ হাজার গ্রাহক পণ্য কিনতে পারছেন। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল, দুই কেজি করে মসুর ডাল ও ছোলা, এক কেজি চিনি ও ৫০০ গ্রাম খেজুর কিনতে পারছেন ৫৮৮ টাকায়। টিসিবি চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম পরিচালক শফিকুল ইসলাম জানান, আগে যেসব চাল সংগ্রহে ছিল সেগুলো বিতরণ হয়ে গেছে। এরপর চালের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত অনুমোদন না পাওয়ায় খাদ্য নিয়ন্ত্রকের কাছ থেকে চাল সংগ্রহ করা যায়নি। তাই ট্রাক সেলে চাল নেই।