গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাত আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। শেষ পর্বের আখেরি মোনাজাত দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমা ময়দানে অবস্থানকারী মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের ধর্মপ্রাণ মানুষ আখেরি মোনাজাতে শরিক হবেন। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
আখেরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন দেশবিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।
তাবলিগ জামাতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা সাদ অনুসারীদের উদ্যোগে আয়োজিত বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে শনিবার দেশবিদেশের লাখ লাখ মুসল্লির উদ্দেশে কোরআন-হাদিসের আলোকে করা বয়ান শুনেন। বয়ান ছাড়াও তালিম, মুজাকারা ও চিল্লাবন্দি হওয়ার কার্যক্রমের মধ্য দিয়ে চলে দ্বিতীয় দিনের কার্যক্রম।
বিদেশি মেহমানের সংখ্যা : এবারে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় অংশ নিতে সর্বশেষ বিশ্বের ৪৯টি দেশের ১ হাজার ৪৪৯ জন বিদেশি মেহমান ময়দানের বিদেশি কামরার অবস্থান নিয়েছেন। দ্বিতীয় পর্বের ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেন। ইজতেমায় শরিক হতে বিদেশি মেহমান ময়দানের উদ্দেশে আসা চলমান আছে।
৯টি যৌতুকবিহীন বিয়ে : প্রথা অনুযায়ী ইজতেমার প্রতি পর্বে যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে। শনিবার বাদ আসর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। এবারের পর্বে ৯ জোড়া বিয়ে সম্পন্ন হয়। এ নিয়ে প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩ জোড়া ও দ্বিতীয় ধাপে ২৩ জোড়াসহ মোট ৮৬ জোড়া। এবারের দুই পর্বের ইজতেমায় মোট ৯৫টি যৌতুকবিহীন বিয়ে হলো।
দ্বিতীয় পর্বে তিন মুসল্লির মৃত্যু : দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লি মারা গেছেন। এ নিয়ে দ্বিতীয় পর্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার নিজামুদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
মারা যাওয়া দুইজন হলেন বগুড়ার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর প-িতের ছেলে নাজমুল হোসেন (৭৫) ও শরীয়তপুরের নড়িয়া থানার মৃত মোহাম্মদ এলেম শেখের ছেলে মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০)।