চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) তাদের গ্রেপ্তার করে। সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।