‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতা ও ভালো মানসিকতা গড়ে তুলতে তারুণ্যের উৎসব উপলক্ষে রংপুরে দিনব্যাপী বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শুরু হয়েছে বইমেলা। গতকাল রংপুর নগরীর রবার্টশনগঞ্জ কুটিপাড়া শিশুকলি প্রি-ক্যাডেট শিবরাম স্কুলের মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন। দিনব্যাপী বইমেলা শুরু হওয়ায় আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিশুকলি প্রি-ক্যাডেট শিবরাম স্কুলের বইপ্রেমী শিক্ষার্থীরা। বইমেলা উদ্বোধনের পরপরই রংপুরের বইপ্রেমী পাঠকরা ভিড় করেন। পছন্দের বই কিনতে স্টলে ভিড় করেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামের শিক্ষক মো. আনিসুর রহমান আনিস, শিক্ষক মো. গোলাম রব্বানী, শিক্ষক মো. মিলন মিয়া, শিক্ষক মো. শহিদুল ইসলাম সাজু, শিক্ষক মাবিয়া রহমান, শিক্ষক আমিনুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অর্নশ্রী ঘোষ, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক মো. সাদাকাত হোসেন বলেন, শিশুদের বই পড়তে দিতে হবে। সেটা যে কোনো ধরনের বই হতে পারে। তাহলে তাদের মেধার বিকাশ হবে। তারা বড় হয়ে নিজের দেশ, বড় বড় মানুষদের সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠবে। বই না পড়ে সারা দিন মোবাইল ও টেলিভিশন দেখলে শিশুদের মেধার বিকাশ হবে না। তাই শিশুদের ছোট বেলা থেকেই বই পড়ার অভ্যাস গড়ে তুলত হবে।
শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. আবদুল খালেক সরকার জানান, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে স্কুল প্রাঙ্গণে বইমেলার আয়োজন করে আসছি। বিশেষ করে এই মেলার শিশুতোষ বই বেশি থাকে। যাতে ছোটবেলা থেকেই শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে ওঠে।
পঞ্চম শ্রেণির ছাত্র আবদুল্লাহ আল মুহিত বলেন, আমাদের স্কুলে বইমেলা হওয়ায় আমরা খুব খুশি হয়েছি। আমরা এখানে ভূতের বই, সাধারণ জ্ঞানের বই কিনেছি।
দিনব্যাপী বইমেলায় বসুন্ধরা শুভসংঘ স্টল ছাড়াও আলোঘর প্রকাশনা ও শিশুকলি প্রি-ক্যাডেট স্কুল শিবরামের স্টল ছিল।