বরিশাল নগরীতে হাতি দিয়ে চাঁদা উত্তোলনসহ পজেশন সনদ মেয়াদোত্তীর্ণ হওয়ায় ‘ফুল সুন্দরী’ নামে একটি হাতির মো. রাব্বি (২২) নামে এক মাহুতকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. শাহরুখ আলম শান্তুনু এ জরিমানা করেন।
সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব বলেন, বরিশালের বানারীপাড়া থেকে একটি হাতি নিয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেয় মাহুত রাব্বি। বরিশাল নগরী অতিক্রমকালে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের কাছ থেকে চাঁদা উত্তোলন করে। খবর পেয়ে নগরীর সাগরদী এলাকায় এসে মাহুতকে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা হাতির পজেশন সনদ মেয়াদোত্তীর্ণ অবস্থায় পাওয়া যায়। তখন ভ্রাম্যমাণ আদালত মেয়াদোত্তীর্ণ পজেশন সনদ নিয়ে নিজ দখলে রেখে সার্কাসে ব্যবহার ও চাঁদাবাজির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানার টাকা আদায় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।