বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ছাত্র-তরুণদের স্বাধীনভাবেই রাজনৈতিক দল করার সুযোগ রয়েছে। তবে নতুন রাজনৈতিক দল গঠনে উৎসাহিত করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়। এটা করতে গেলে সরকার যেমন সংকটে পড়বে, তেমনি ছাত্রদের ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনাও হোঁচট খাবে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে বিতর্ক এড়াতে নিরপেক্ষ চরিত্র ধরে রাখতে হবে। বিশেষ কারও পক্ষাবলম্বনে তাদের পথ হারানোর অবকাশ নেই। গতকাল বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সাইফুল হক বলেন, দেশকে এগিয়ে নিতে সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে লাগাতে পারছে না।
অভূতপূর্ব গণ অভ্যুত্থানের পর দিনবদলের স্বপ্ন ক্রমান্বয়ে ফিকে হতে শুরু করেছে। প্রজ্ঞা আর দূরদর্শিতার অভাবে কাক্সিক্ষত পরিবর্তনের বিপুল সম্ভাবনা মাঠে মারা যাচ্ছে। সরকারের কার্যকারিতায় ঘাটতি থাকায় নারীর অধিকার ও মর্যাদাবিরোধী তৎপরতা বেড়েছে। সাংস্কৃতিক কর্মকান্ডেও বাধা লক্ষ্য করা যাচ্ছে। এসবের পেছনে কোনো রাজনৈতিক মদত রয়েছে কি না তা বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।