সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতায় বড় বাধা বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, এই অনুচ্ছেদের অধীনে বিচারকদের পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ ও ছুটি মঞ্জুরির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো রাষ্ট্রপতির হাতে রয়েছে, যা বিচারকদের স্বাধীনতার প্রতি হুমকি সৃষ্টি করে। গতকাল ১১৬ অনুচ্ছেদ প্রশ্নে জারি করা রুল শুনানিতে আবেদনকারী পক্ষের বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।