বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ছয় মাস পর শহীদ নূরে আলম সিদ্দিকী রাকিবের স্ত্রী কন্যাসন্তান প্রসব করেন। রবিবার ভোরে রাকিবের স্ত্রী সাদিয়া খাতুন ময়মনসিংহ নগরীর একটি বেসরকারি হাসপাতালে ওই শিশুটির জন্ম দেন।
সাদিয়া খাতুনের ভাই শামীম জানান, রাকিব শহীদ হওয়ার প্রায় ছয় মাস পর তার বোনের ঘর আলোকিত করে কন্যা সন্তানের জন্ম হয়েছে। নবজাতক ও তার মা বর্তমানে সুস্থ আছেন। তিনি সবার কাছে শহীদ রাকিবের সন্তান, তার মা ও পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
এদিকে শহীদ রাকিবের স্ত্রীর কন্যাসন্তান প্রসবের খবর পেয়ে ররিবার রাতে রাকিবের বাড়িতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান। এ সময় শহীদ রাকিবের পরিবারের লোকজনের সঙ্গে কুশল বিনিময় শেষে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতার আশ^াস দিয়েছেন।
উল্লেখ্য, গত ২০ জুলাই কলতাপাড়া বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নুরে আলম সিদ্দিকী রাকিব নিহত হন। রাকিব রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও মধ্যপাড়া গ্রামের আবদুল হালিমের ছেলে। তিনি হিফজ বিভাগ শেষ করে ঈশ্বরগঞ্জের ভাসা মাদরাসায় অধ্যয়নের পাশাপাশি নিজ এলাকায় একটি মাদরাসা প্রতিষ্ঠা করে সেখানে শিক্ষকতা করছিলেন।