রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় আরেক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তার নাম আফজাল মোল্লা (২৩)। তিনি প্রাইভেট কারের মেকানিক। গতকাল বিকাল সাড়ে ৫টায় হাতিরঝিল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ঢামেকে আফজালের চাচাতো ভাই রনি মোল্লা বলেন, বিকালে হাতিরঝিলে মোটরসাইকেল চালিয়ে যাওয়া সময় অন্য একটি মোটরসাইকেল পেছন থেকে এসে ধাক্কা দেয়। এতে আফজাল মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, আফজাল মাদারীপুরের শিবচর উপজেলার উত্তরাইল গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে। তিনি থাকতেন তেজগাঁও বেগুনবাড়ী।