পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দপ্তরে তিনি বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেন তারা। দ্বিপক্ষীয় সহযোগিতা, যৌথভাবে বাংলাদেশ-চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদ্যাপন নিয়েও আলোচনা হয় বৈঠকে।
২০ জানুয়ারি চীন সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের এ বিষয়ে আলোচনা হতে পারে।