রাজধানীর সন্নিকটে টঙ্গীর কহর দরিয়াখ্যাত তুরাগ নদের তীরে ৩১ জানুায়ারি শুরু হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক মহাসম্মেলন। সারা মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় মহাসম্মেলনের ৫৮তম বিশ্ব ইজতেমা। শুক্রবার শুরু হয়ে ২ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের আয়োজন করবেন জুবায়ের অনুসারী। চার দিন বিরতি দিয়ে ৭ ফেব্রুয়ারি শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। দ্বিতীয় পর্বের আয়োজন করবেন সাদ অনুসারীরা। বিশ্ব ইজতেমার সব প্রস্তুতি এগিয়ে চলছে। এ উপলক্ষে পুরো ময়দানে তাবলিগ জামাতের অনুসারী সদস্য, মাদরাসা ছাত্র-শিক্ষক দূর থেকে এসে প্রতিদিন দলে দলে স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। কেউ মাটি কাটা, খুঁটি গাঁথা, ময়লা আবর্জনা পরিষ্কার, বাঁশ ও সুবিশাল চটের শামিয়ানা তৈরির যাবতীয় কাজ করছেন। তুরাগ নদের তীরবর্তী ১৬০ একর জমি বিস্তৃত ইজতেমা ময়দান প্রস্তুতের কাজ চলছে। দেশি-বিদেশি আগত মুসল্লিদের জন্য উত্তর-পশ্চিমে তৈরি হবে বয়ান মঞ্চ। বয়ান মঞ্চের পশ্চিম পাশে বিদেশি মেহমানদের থাকার ঘর মেরামত করা হচ্ছে। উত্তরা কামারপাড়া থেকে আসা এক মুসল্লি আতিক বলেন, আল্লাহকে রাজি করার জন্যই ময়দানে এসে স্বেচ্ছায় কাজ করছি। এই কাজের উছিলায় হয়তো জান্নাত পেতে পারি।
আল্লাহর রাস্তায় সময় ব্যয় করা, দুনিয়ার মেহনত একদিন অনেক কাজে আসবে।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, আলহামদুলিল্লাহ! এবার দেরিতে হলেও মাঠ প্রস্তুতির কাজ যথাসময়েই সম্পূর্ণ হবে ইনশা আল্লাহ। ইজতেমার জন্য মাঠ প্রস্তুতকরণ কাজ আমাদের অনেক আগে থেকেই শুরু হয়েছিল। মাঝখানে আমাদের যে সব তাবলিগের সাথি ভাইয়েরা মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত ছিলেন, সাদপন্থিরা গত ১৭ ডিসেম্বর গভীর রাতে আমাদের প্রস্তুতির কাজে নিয়োজিত সাথিদের মেরে রক্তাক্ত করে, এতে আমাদের তিনজন সাথি নিহত হন এবং শতাধিক সাথি আহত হন। ‘এরপর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে টঙ্গী মাঠ এবং আশপাশে ৩ কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। ফলে আমাদের মাঠ প্রস্তুতির কাজ বন্ধ হয়ে গিয়েছিল। পরে ২ জানুয়ারি প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা উঠিয়ে নেওয়া হলে আমাদের সাথিরা পুনরায় মাঠ প্রস্তুতির কাজ শুরু করেন। সাদপন্থি মিডিয়া সমন্বয়কারী মো. সায়েমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, নির্ধারিত সময়ে সাদ অনুসারীদের তত্ত্বাবধানে দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে। রবিবার ইজতেমা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বিষয়ে সভা হওয়ার কথা রয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের, উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন এর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বিশ্ব ইজতেমা হবে না, কিংবা সাদ অনুসারীরা বিশ্ব ইজতেমা করতে পারবেন না। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা এখনো পাইনি। প্রথম পর্বের আয়োজকরা ময়দানের প্রস্তুতি কাজ করছেন।