ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা ফাঁকা হতে শুরু করেছে। ঈদ যাত্রা তদারকি করতে বের হয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি হঠাৎ বাসে উঠে যাত্রীদের খোঁজখবর নেন এবং ভাড়া সম্পর্কে জানতে চান। শনিবার (২৯ মার্চ) সকাল ১১টার পর রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করেন তিনি।
এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমি এখানে এসেছিলাম টিকিটের দাম অতিরিক্ত আদায় হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে। প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তবে যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে, তাহলে আপনাদের বিআরটিএ ভিজিলেন্স টিম অথবা পুলিশ কন্ট্রোল রুমে অভিযোগ জানাতে পারবেন।’
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ঢাকায় কোনো ধরনের নাশকতার হুমকি নেই। কোনো হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবিলা করা হবে। জনগণ ষড়যন্ত্র মোকাবেলা করলে কেউ নাশকতা করতে পারবে না।
বিডি প্রতিদিন/হিমেল