চট্টগ্রামে বিনোদন কেন্দ্রগুলো সেজেছে নতুন সাজে। দীর্ঘদিনের দর্শনার্থী সংকট কাটাতে এবার ঈদ মৌসুমের উপর ভরসা করছে বিনোদন কেন্দ্রগুলো। ঈদের ছুটিতে আনন্দে মেতে উঠতে দর্শনার্থীদের বরণে প্রস্তুত চট্টগ্রামের ফয়’স লেক, চিড়িয়াখানাসহ বেশিরভাগ বিনোদন কেন্দ্র। ঈদের লম্বা ছুটিতে পরিবার-পরিজন নিয়ে ভিড় জমে পর্যটন কেন্দ্রে। পাশাপাশি নানা বিনোদন কেন্দ্রে চলছে অফারের মাধ্যমে দর্শনার্থী টানার প্রতিযোগিতা। বিগত সময়ের তুলনায় এবার দর্শনার্থী ভিড় বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। সারা বছর ঈদের অপেক্ষায় থাকি। ঈদের ছুটিতে নগরবাসী পরিবার-পরিজন নিয়ে এসে আনন্দে সময় কাটাবেন। এসময় তাই আমরা দর্শনার্থী নানা উদ্যোগ নিয়ে থাকি।
জানা গেছে, ঈদে দর্শনার্থী টানতে নতুন নতুন রাইডসহ নানা অফার রেখেছে ফয়’স লেক কর্তৃপক্ষ। ঈদ আনন্দের অংশ হিসেবে ফয়’স লেক এ্যামিউজমেন্ট পার্কে নতুন ছয়টি রাইড স্থাপন করা হয়েছে। আর্কষনীয় এই রাইডগুলোর মধ্যে রয়েছে, স্কাই হুপার, মিডি ড্যান্স, কিডল হুইল, কিডল টাওয়ার, এয়ারবোন শট ও ফ্লাইং বাস। ঈদের প্রথম দিন অর্ধবেলা খোলা রাখায় ও ঈদের নামায খাবার দাবারের কারনে দর্শনার্থীর আগমন কম হয়। ঈদের দ্বিতীয় দিন সকাল নয়টা থেকে খোলা থাকবে এই পার্ক। এই পার্কে ঈদ উপলক্ষ্যে শিশু কিশোরদের জন্য বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, সপ্তাহব্যাপী ছোট ছোট কনসার্টের আয়োজন করে দর্শনার্থী আকর্ষণের চেষ্টা করছে ফয়’স লেক।
পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, এবার ঈদে ছুটি পর্যাপ্ত থাকায় বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর ঢল নামবে। বিশেষ করে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত, নেভাল, হালিশহর, সাগরিকা সাগরপাড়, আনোয়ারা পারকি সমুদ্র সৈকত, সীতাকুÐ গুলিয়াখালী বীচ, আগ্রাবাদ শিশুপার্ক, চট্টগ্রাম চিড়িয়াখানা, মেরিটাইম মিউজিয়াম এবং ফয়’স লেক এমিউজমেন্ট পার্ক। দর্শনার্থী উপযোগী করা হয়েছে এসব স্পট। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার জন্য বিশেষ নজরদারি রাখবে ট্যুরিষ্ট পুলিশও।
চট্টগ্রাম চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর ডাক্তার শাহাদাত হোসেন শুভ বলেন, ঈদকে ঘিরে চিড়িয়াখানায় নতুন করে রং করা হয়েছে। পাশাপাশি চিড়িয়াখার প্রধান ফটকসহ অভ্যন্তরীন বিভিন্ন সড়কের কাজ করা হয়েছে। দর্শনার্থী আকর্ষণ করতে সাজসজ্জা করা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তা ও সুন্দর সময় উপহার দেওয়ার জন্য আমরা সব সময় প্রস্তুত আছি।
কনকর্ড ফয়’স লেকের উপ-মহাব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ বলেন, আমরা প্রতিবারের মতো নগরবাসীর বিনোদন চাহিদা পূরণ করতে প্রস্তুতি নিচ্ছি। নতুন করে বেশ কিছু রাইড স্থাপন করেছি। যাতে কয়েকবার আসা দর্শনার্থীও যেন ফয়’স লেক ঘুরে নতুনত্ব পান। আর পার্কের ভেতরেই সকল বয়সীদের জন্য রয়েছে গিফট শপ আর খাবারের দোকান থাকবে। তিন ধরনের ভিন্ন ভিন্ন বিনোদন সুবিধা রাখা হয়েছে। রিসোর্টে থাকার সুবিধা জানিয়ে তিনি বলেন, আমাদের এখানে রিসোর্টে থাকার সুবিধা থাকবে। বিভিন্ন আরামদায়ক কক্ষ ও ভিন্নধর্মী বিনোদন ব্যবস্থার এই রিসোর্টে আধুনিক সব সুযোগ-সুবিধা রাখা হয়েছে। দেশ-বিদেশি নানা স্বাদের খাবারের ব্যবস্থাও থাকছে লেক ভিউ রেস্টুরেন্টে। সব মিলিয়ে ঈদের ছুটি পরিপূর্ণ করে আমোদ আর উল্লাসে দিন কাটানোর জন্য ফয়’স লেক হতে পারে সেরা একটি ঠিকানা।
বিডি প্রতিদিন/এএম