চট্টগ্রাম নগরীর মুরাদপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে টেম্পোচালকরা। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
আজ শনিবার নিয়ম না মেনে গাড়ি পার্কিং করায় মামলা দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে টেম্পো (থ্রি হুইলার) চালকরা।
পাঁচলাইশ থানার ওসি মো. সোলায়মান বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করার বিরুদ্ধে সড়কে অভিযান চালাচ্ছে ট্রাফিক পুলিশ। এ সময় অবৈধ পার্কিংয়ের কারণে দুটি টেম্পোকে মামলা দিলে তারা ক্ষুব্ধ হয়ে উঠে। এর জের ধরে সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয় টেম্পো চালকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টেম্পোচালকদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করেন। এখন স্বাভাবিক যানবাহন চলাচল।
অবরোধকারীরা জানান, ‘ট্রাফিক সার্জেন্টরা অতিরিক্ত মামলা দেওয়ায় তারা সড়ক অবরোধ করেছে। মুরাদপুরসহ নগরের বেশিরভাগ মোড়ে কোনো পার্কিং নেই। এতে করে সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রীদের ওঠা-নামা করতে হয়। এ সময় সার্জেন্টরা মামলা দিচ্ছেন। একেকটি মামলা ৫ থেকে ৮ হাজার টাকার। আবার এসব মামলার টাকা গাড়ির মালিকরা দেন না। এগুলো চালকদের পকেট থেকে দিতে হচ্ছে। এ কারণে বাধ্য হয়ে অবরোধে নামতে বাধ্য হয়েছি।’
বিডি প্রতিদিন/জামশেদ