চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিভিন্ন মেগাপ্রকল্পে অনিয়মের অভিযোগে সংস্থাটির কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুপুরে নগরীর কোতোয়ালী মোড়ে সিডিএ ভবনে যায় দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর চার সদস্যের একটি দল।
জানা যায়, সিডিএর বাস্তবায়নাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কালুরঘাট সেতু হয়ে চাক্তাই খাল পর্যন্ত সড়ক, সিটি আউটার রিং রোডসহ নির্মাণাধীন বিভিন্ন উন্নয়ন মেগাপ্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পান দুদক। এসব অভিযোগ তদন্ত করতে সিডিএতে দুদক সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর চার সদস্যের একটি টিম সিডিএ ভবনে যায়। কালুরঘাট সেতু হয়ে চাক্তাই খাল পর্যন্ত সড়ক প্রকল্পের পরিচালক সিডিএর নির্বাহী প্রকৌশলী রাজিব দাশের কক্ষে গিয়ে প্রকল্প সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করেন তারা। এ ছাড়া অন্য প্রকল্পগুলোর পরিচালকদের সঙ্গেও কথা বলেন দুদক কর্মকর্তারা।
তবে এ ব্যাপারে কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।
দুদক সূত্রে জানা যায়, চার হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত এবং নির্মাণকাজের গুণগত মান যাচাইয়ে গত বছরের ১০ জুন একটি উপকমিটি গঠন করেছিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বিডি প্রতিদিন/নাজিম