বাংলাদেশে নিযুক্ত ব্রাজিল দূতাবাসের ডেপুটি হেড অব মিশন লিওনার্দো ডি অলিভেরা জানুজ্জি বলেছেন, ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক উন্নয়নে কাজ করতে হলে উভয় দেশের প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ বাড়াতে হবে।
শনিবার নগরীর আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রামের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা’র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাচে সিলভিও লুইজ রদ্রিগেস টেস্টাসেকা, ব্রাজিল-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) পরিচালক ইমরান চৌধুরী।
সভায় ব্রাজিলে অনুষ্ঠিতব্য ‘মেইড ইন বাংলাদেশ এক্সপো-২০২৫’ সম্পর্কে তথ্যচিত্র উপস্থাপন করেন বিবিসিসিআই মহাসচিব জয়নাল আবেদীন। লিওনার্দো ডি অলিভেরা জানুজ্জি বলেন, আগামী ১৫-১৮ জুন ব্রাজিলের সাও পাওলোতে অনুষ্ঠিত হতে যাওয়া এক্সপো দুই দেশের ব্যবসায়ীদের সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। লাতিন আমেরিকা দেশগুলোতে বাংলাদেশি পণ্যের পরিচিতি তুলে ধরতে এই এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ ব্রাজিল হচ্ছে লাতিন আমেরিকার গেটওয়ে। এছাড়াও বাংলাদেশ এবং ব্রাজিলের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসের লক্ষ্যে কাজ করছে দূতাবাস। পাশাপাশি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা বাড়ানোর লক্ষ্যে দূতাবাস ব্রাজিল সরকারের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। চট্টগ্রাম চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা উভয় দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি দূর করতে শুল্ক কমানোর উপর গুরুত্ব আরোপ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত