চট্টগ্রামের চন্দনাইশে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ রোমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রৌশনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ রোমান উপজেলার হাসিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ গ্রামের আবদুর ছবুরের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চন্দনাইশের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রোমান। রৌশনহাট এলাকায় একটি বালুবোঝাই ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিলেন তিনি। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ছাড়া পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে নিহত ব্যক্তির লাশ। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন আহত হয়েছেন বলে ওসি জানালেও ওই ব্যক্তির নাম-পরিচয় জানাতে পারেননি।
বিডি প্রতিদিন/নাজিম