চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশির সময় পুলিশের ওপর হামলার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোরশেদ খান (৩১) ও মো. করিম (৩৮)। তারা ওই অটোরিকশার যাত্রী ছিলেন।
এর আগে, গত মঙ্গলবার রাতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন- চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) অসিত নাথ, আব্দুস সাত্তার, মো. আমিরুল ইসলাম এবং ফরিদ শেখ।
জানা গেছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনে তল্লাশি চালানোর সময় পাঁচজন পুলিশ সদস্যের সঙ্গে তর্কে লিপ্ত হন অভিযুক্তরা। এসময় চিৎকার করে পুলিশের বিরুদ্ধে বিষোদগার করেন তারা। একপর্যায়ে পুলিশ সদস্যদের ওপর চড়াও হন।
চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ বলেন, হামলায় পাঁচজন পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও আক্রমণ এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/মুসা