সিলেটে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৭ মার্চ) রাত পৌনে ১০টার দিকে সুনামগঞ্জ সড়কে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন বলাউরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী বলাউরা বাজার সংলগ্ন এলাকার কসরপুর গ্রামের মৃত্যু জমির আলীর ছেলে রুবেল আহমেদ (২০) ও তার চাচাতো ভাই একই গ্রামের আব্দুল বারীর ছেলে আব্দুস সালেক (২০)।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনার সময় সিএনজি অটোরিকশায় চালক ছাড়াও ৫ জন যাত্রী ছিলেন। বাকিরা গুরুতর আহত হয়েছেন। তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি জানান, রাত পৌনে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে মামুন পরিবহনের বাস (ঢাকা মেট্রো ন-১২-১৯৫১) ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী রুবেল ও তার চাচাতো ভাই সালেক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যান। পরে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম