মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই প্রথমবারের মতো নৃ-গোষ্ঠীর কৃষ্টি, কালচার ও তাদের বৈচিত্র্যময় জীবন নিয়ে 'হারমোনি ফেস্টিভ্যাল’ মেলা শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকালে উপজেলার কাকিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আর্থিক সহযোগিতায় ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহায়তায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। শেষ হবে আগামী ১২ জানুয়ারি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উর-নবী, মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।
দেশ-বিদেশের ভ্রমণপিপাসুদের কাছে মৌলভীবাজার জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, তাদের ব্যবহৃত পণ্য প্রদর্শন ও বিপণনের লক্ষ্যে এ মেলা আয়োজন করা হয়েছে। মেলায় ২৬টি নৃ-গোষ্ঠীর ৪৫টি পরিবেশনায় তাদের বর্ণিল জীবন, সংস্কৃতি ও সম্প্রীতি তুলে ধরা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল