লালমনিরহাটের হাতীবান্ধায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জনকে পুরস্কৃত করা হয়।
বুধবার হাতীবান্ধা নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতীবান্ধা নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল কায়েস হিরু।
এ সময় আরও উপস্থিত ছিলেন নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক শাহজান আলী, এনামুল হক, রেজবানুল হক, জিয়াউন নাহার, বাড়াই পাড়া প্রগতি যুব সংঘ দূর্গা মন্দিরের সভাপতি তমাল কান্তি রায়, বন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, স্থানীয় সাংবাদিক সাজু চৌধুরী, এস মোস্তাকিন, মাসুদ বাবু, হযরত আলী, সাংবাদিক হাসান মাহমুদ, বসুন্ধরা শুভসংঘ হাতীবান্ধা উপজেলা শাখার সভাপতি মিনহাজ হাসান মিনয়, সাধারণ সম্পাদক হিমিকা শামীম আনিকা, সাংগঠনিক সম্পাদক জয়দেব বর্মন জয়ন্ত, সহ-সাংগঠনিক সম্পাদক আফিয়া ফাহমিদা এনা, সহ-সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন পারভেজ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অন্যনা রায় প্রমুখ।
কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি নাজমুল কায়েস হিরু বলেন, বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য। ভবিষ্যতে আরো এ ধরনের প্রতিযোগিতা করে শিক্ষার্থীদের সৃজনশীলতা সৃষ্টি করবে।
বাড়াই পাড়া প্রগতি যুব সংঘ দূর্গা মন্দিরের সভাপতি তমাল কান্তি রায় বলেন, বসুন্ধরা শুভসংঘ বহুমূখী সামাজিক কাজ করে থাকে। যা বাংলাদেশের অন্য কোনো সংগঠনে তা দেখা যায় না। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকুক।
বন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, আমরা দেখেছি বসুন্ধরা শুভসংঘ যে ব্রত নিয়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তা অনুকরণীয়।
বিডি-প্রতিদিন/বাজিত