‘দই’ বিভিন্ন উপায়ে ত্বকের উপকার করে। এতে ভালো ব্যাকটেরিয়া, ফ্যাটি অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড রয়েছে; যা ত্বককে লালচে ভাব, জ্বালা এবং সানবার্ন থেকে তাৎক্ষণিকভাবে আরাম দেয়। এমনকি প্রাকৃতিক এক্সফোলিয়েটিং এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ত্বকের রোমকূপ পরিষ্কার করে এবং ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। এক গবেষণায় ফারমেন্টেড ডেইরি পণ্য (দই) ত্বকের ওপর ব্যবহারের প্রভাব বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, এই পণ্যগুলো মুখে খাওয়ার পাশাপাশি ত্বকে ব্যবহার করলেও ত্বকের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। অন্য এক গবেষণায়, দইয়ের ফেস মাস্ক বা ফেস প্যাক ত্বকের ওপর ব্যবহারের কার্যকারিতা বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, ফেস প্যাক ব্যবহার করা এলাকায় ত্বকের আর্দ্রতা কম হারাচ্ছে এবং ত্বকের আর্দ্রতা, উজ্জ্বলতা ও স্থিতিস্থাপকতা উন্নত হচ্ছে।
দই ও মধুর ফেস প্যাক : শুষ্ক ত্বকের জন্য উপযুক্ত। ২ টেবিল চামচ দইয়ের সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধুর ময়েশ্চারাইজিং এবং থেরাপিউটিক বৈশিষ্ট্য ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করার জন্য এক দুর্দান্ত ময়েশ্চারাইজার।
দই ও বেসনের ফেস প্যাক : তৈলাক্ত ত্বকের জন্য পারফেক্ট। ১ টেবিল চামচ বেসন বা গ্রাম ফ্লাওয়ারের সঙ্গে ২ টেবিল চামচ দই মিশিয়ে নিন। দই ও বেসন এমনভাবে মেশান যাতে একটি মসৃণ এবং সুষম মিশ্রণ তৈরি হয়। মিশ্রণটি মুখে লাগান এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। বেসন ত্বককে এক্সফোলিয়েট, পরিষ্কার এবং উজ্জ্বল করতে সাহায্য করে।