আমাদের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ ‘আই এরিয়া’। আর আমাদের চোখের আশপাশের অংশের স্কিন দেহের অন্য যে কোনো অংশ থেকে আলাদা। কারণ-
♦ শরীরের অন্য যে কোনো অংশের ত্বক থেকে এখানকার ত্বক অনেক পাতলা।
♦ এখানে সাধারণত কোনো ধরনের অয়েল গ্ল্যান্ড নেই, তাই এই অংশ শুষ্ক থাকে।
♦ এই অংশ খুব বেশি সংবেদনশীল।
♦ চোখের নিচে অনেকের ফোলা থাকে।
♦ এখানে মিলিয়া হতে পারে।
♦ ত্বকের অন্যান্য অংশের মধ্যে সবার আগে চোখের নিচে বয়সের ছাপ পড়ে।
ধরুন, ত্বকে ব্রণ আছে, দাগ আছে, পিগমেন্টেশন, ডালনেস, বয়সজনিত সমস্যার জন্য আপনি ব্যবহার করছেন। এতে ২০% নিয়াসিনামাইড আছে বা ‘ভিটামিন সি’ আছে। রেটিনল আছে অথবা AHA, BHA আছে, এমন অ্যাকটিভ ইনগ্রিডিয়েন্ট আছে।
আবার ধরুন, আপনার ত্বক তৈলাক্ত, আপনি এমন ক্রিম ব্যবহার করছেন, যা স্কিনের অয়েল কন্ট্রোল করবে। অথবা আপনার ত্বক খুবই শুষ্ক, তাই খুব ভারী ময়েশ্চারাইজার ব্যবহার করছেন। তাতে বোঝা যাচ্ছে যে, আপনি ত্বকের সমস্যা অনুযায়ী সমাধান খোঁজার চেষ্টা করছেন। তাহলে ভেবে দেখুন, ‘আই এরিয়া’ বা চোখের আশপাশের অংশ তো আরও বেশি সংবেদনশীল, সে অংশে যে ক্রিম ব্যবহার করছেন তাতে এতগুলো অ্যাকটিভ ইনগ্রিডিয়েন্ট ধাতলে, সেটা ভালো ফলাফল দেবে? উত্তর- মোটেও না। কারণ, ফলাফল হিসেবে স্কিন ডেমেজ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আসলে ‘আই এরিয়া’ অংশে মূলত আই পাফিনেস, এজিং সাইন, ডার্ক সার্কেল এবং মিলিয়া (যদিও এটা আই এরিয়ার সমস্যা না তবে আই এরিয়ার কাছাকাছি) ইত্যাদি সমস্যা হয়ে থাকে।
♦ আই পাফিনেস-এর জন্য পর্যাপ্ত ঘুমাতে হবে। লবণ ও চিনি এড়িয়ে চলতে হবে। এ ছাড়া চেষ্টা করবেন গরম পানি দিয়ে গোসল করা এবং রাতে মাথার নিচে ২টা বালিশ দিয়ে ঘুমানোর। আর ভালো একটা আই ক্রিম দিয়ে হাল্কা হাতে ম্যাসাজ করবেন।
♦ এজিং সাইনের জন্য সানব্লক ব্যবহার করুন। কোলাজেন আছে এমন আই ক্রিম ব্যবহার করুন, স্কিন এক্সফোলিয়েট করুন এক্ষেত্রে AHA ব্যবহার করুন।
♦ ডার্ক সার্কেলের সমাধানে খুব ভালো করে ঘুমান, পানি পান করুন, ভিটামিন সি জাতীয় আই ক্রিম ব্যবহার করুন। কোলাজেনযুক্ত আই ক্রিম ব্যবহার করুন। সমস্যা যদি জেনেটিক হয়ে থাকে, তাহলে সমস্যা কিছুটা হলেও কমবে কিন্তু একেবারে যাবে না।
♦ মিলিয়ার সমস্যার জন্য তেমন কিছু প্রয়োজন নেই। নিজে নিজেই হয় আবার নিজে নিজে চলে যায়। খুব বেশি খারাপ লাগলে সানব্লক ব্যবহার করুন। স্কিন এক্সফোলিয়েট করুন। রেটিনল আছে এমন প্রোডাক্ট ব্যবহার করুন। অন্যথায় ডক্টরের পরামর্শ নিন।
তথ্যসূত্র : ভ্যানিটি ফেয়ার