রংপুর নগরীর বহুতল ও বাণিজ্যিক ভবনগুলোর কাচ ভয়ংকর হয়ে উঠেছে। সড়কের পাশের এসব ভবনের কাচ হঠাৎ খুলে পড়ছে রাস্তায়। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। এ ছাড়া যথাযথ অগ্নিপ্রতিরোধ ব্যবস্থাও নেই। ফলে ভবনগুলোর কোটি কোটি টাকার সম্পত্তির পাশাপাশি অসংখ্য মানুষও রয়েছে মারাত্মক ঝুঁকিতে।
জানা গেছে, সম্প্রতি নগরীর জিএল রায় রোডের একটি বহুতল ভবনের কাচ খুলে গিয়ে রাস্তার ওপর থাকা সরকারি প্রতিষ্ঠানের গাড়িতে পড়ে। এতে ওই গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওই গাড়ির ওপর কাচ না পড়ে মানুষের ওপর পড়লে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারত।
এর কিছু দিন আগে প্রধান সড়কের পাশে সমবায় মার্কেটের বহুতল ভবন থেকে একাধিকবার কাচ খুলে পড়ার ঘটনা ঘটেছে। এ সময় আহত হওয়ার ঘটনাও ঘটে। প্রায়ই নগরীর বহুতল ভবনে লাগানো কাচ খুলে পড়ার ঘটনা ঘটছে। অসাবধানতা এবং কারিগরি ত্রুটির কারণে কাচ খুলে পড়ছে।
এদিকে ‘অগ্নি প্রতিরোধ ও অগ্নি হইতে উদ্ধার আইন’ অনুসারে এসব বহুতল ভবনে নিজস্ব স্থায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থা, নিজস্ব পাম্প, রাইডার, গ্যাস মাস্কসহ কয়েকরকম ডিটেক্টর, আলাদা বহির্গমন পথ, ভবনের ওপরে ও নিচে সংরক্ষিত পানির ব্যবস্থা, ফায়ার এক্সটিংগুইশারসহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়নি। কোথাও লোক দেখানো দু-একটি ফায়ার এক্সটিংগুইশার ঝোলানো থাকলেও এসবের কোনো কোনোটি মেয়াদোত্তীর্ণ অবস্থায় পড়ে আছে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বারবার চিঠি দিলেও ভবন মালিকরা সাড়া দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। ঝুঁকির তালিকায় নগরীর কমপক্ষে ৩০টি বড় প্রতিষ্ঠানের ভবনের নামও রয়েছে বলে জানা গেছে। এসব ভবনের কোটি কোটি টাকার সম্পদ ও মানুষের জীবন রয়েছে অগ্নি দুর্ঘটনার ঝুঁকিতে।