নিউইয়র্ক স্টেট বিএনপির এক মতবিনিময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সকল অচলায়তন ভেঙে আমাদের সামনে এগোতে হবে। আজ আমরা এমন একটা পরিবেশে বাংলাদেশে আছি, বাংলাদেশে এখোন ট্রানজিশন পিরিয়ড চলছে। দীর্ঘ ১৫ বছর আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এ লড়াই করতে গিয়ে আমাদের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানসহ বিএনপির লক্ষ লক্ষ নেতা-কর্মীকে নির্মম দমন-পীড়ন সইতে হয়েছে। জেল খাটতে হয়েছে এবং মিথ্যা মামলায় মানবেতর জীবন-যাপন করতে হয়েছে।
জ্যাকসন হাইটসে শেফ মহল পার্টি হলে এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ। বাংলাদেশে চলমান পরিস্থিতির আলোকে স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন, ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল, নিউইয়র্ক স্টেট বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জসিমউদ্দিন (ভিপি), বিএনপি নেতা বদরুল হক আযাদ, সৈয়দ এম রেজা, নীরা রাব্বানী, আনিসুর রহমান, কাওসার আহমেদ।
ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল বলেন, ৫ আগস্টের আগে যারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, তারা আগে থাকবেন। আর যারা পরবর্তীতে সরব হয়েছেন অর্থাৎ সুদিনের কর্মীরা থাকবেন পেছনে।
বিডি প্রতিদিন/নাজমুল