এবি পার্টির জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের হিন্দু সম্প্রদায় রাষ্ট্রের আমানত। অন্য দেশে কী হচ্ছে সেই দায় বা প্রতিশোধ তাদের ওপর নেওয়া যাবে না। গতকাল দুপুরে লালমনিরহাটের তিস্তা ব্যারাজ, বুড়িমারী স্থলবন্দর ও পাটেশ্বরী মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের সঙ্গে সারা দেশের ব্যবসায়িক যোগাযোগের প্রসার ঘটাতে মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানান।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, ভারত থেকে বুড়িমারী স্থলবন্দর দিয়ে ১৮টি পণ্য আমদানি করা যায় না। এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সরকার রাজস্ব হারাচ্ছে। সব সিন্ডিকেট ভেঙে দিয়ে এসব পণ্য আমদানি করতে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।