ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে ভারতীয় হাইকমিশনারকে অবিলম্বে তলব করে এ হত্যাকাণ্ডের কারণ ও সুষ্ঠু বিচারের জন্য জবাবদিহি চাওয়ার আহ্বান জানানো হয়।
গতকাল বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে এমন দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সমাবেশে সংগঠনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ‘ভারত দীর্ঘদিন ধরে নিজেদের জনগণের নিরাপত্তা দিতে পারে নাই। তারা নিজেদের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে নাই। তারা শুধু উগ্রতাই ছড়িয়েছে। সবশেষে ভারতে আমাদের বোন নাজমাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
এটা দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে ঘৃণা ও উগ্রতা ছড়ানোর ফল। ভারতের উদ্দেশে বলব, আপনাদের আগ্রাসবিরোধী কাজের নিন্দা আমরা করেছি।’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, ‘যখন ভারতের আরজি কর হাসপাতালে আমার বোন মৌমিতাকে ধর্ষণের পর হত্যা করা হলো তখন আমরা প্রতিবাদ করেছি।
কিন্তু যখন গতকাল নাজমাকে ধর্ষণ করে হত্যা করা হলো তখন কাঁটাতারের ওপারের সবাই চুপ কেন? তারা কি মুখের কথা হারিয়ে ফেলেছে?’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব সরকারের সমালোচনা করে বলেন, ‘এখন পর্যন্ত ভারতীয় হাইকমিশনারকে ডাকা হয়নি, এ ধর্ষণ ও হত্যাকাে র কোনো জবাব চাওয়া হয়নি। আমরা আর নতজানু হয়ে চলতে চাই না।’