যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরতে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বুধবার জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জয়নুল আবদিন ফারুক বলেন, পালিয়ে গেলেও শেখ হাসিনার প্রেতাত্মারা সুযোগ বুঝে কোপ দেওয়ার অপেক্ষায় রয়েছে। আওয়ামী প্রেতাত্মাদের চক্র সক্রিয়, তারা বিএনপি নেতাদের সমালোচনায় ব্যস্ত।
জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, সংকট সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করা যাবে না। সরকার জনগণের ভাষা বুঝতে পারলে সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করবে না। যদি করে তাহলে সরকারের ওপর মানুষের আস্থা কমবে। যতটুকু সংস্কার প্রয়োজন, করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন।
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেটকে ধরুন।
বিডি প্রতিদিন/কেএ