বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব একটি ভালো নির্বাচন দিতে ব্যর্থ হয়েছিলেন। যে কারণে ৭৩ সাল থেকে সংকট শুরু হয়েছিল, সেই সংকট কাটিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এরপরে সংকট কাটিয়েছিলেন খালেদা জিয়া। এবার সংকট কাটাবেন তারেক রহমান। সেই বিশ্বাস আমাদের আছে, দেশের মানুষের আছে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন।
শামসুজ্জামান দুদু বলেন, শেখ মুজিব আওয়ামী লীগ রাষ্ট্রপতি ব্যবস্থা চালু করেছিল। কিন্তু বেগম জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থায় এনেছিলেন। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছিলেন। এবারও বেগম খালেদা জিয়ার কাছে শেখ হাসিনা পরাজিত হয়েছে। শত নির্যাতনের মধ্যেও বেগম জিয়া দেশ ছাড়েননি। অপরদিকে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।
তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আগামী নির্বাচনে বিএনপি তো জিতবেই। তারপরের নির্বাচনেও বিএনপি জিতবে। কেন জিতবে? কারণ বিএনপি জনগণের মধ্যে থাকতে চায়।
সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের মহাসচিব হুমায়ূন কবির বেপারী। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর আমিরুল ইসলামসহ অনেকে।
বিডি প্রতিদিন/কেএ