বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সত্য প্রতিষ্ঠার জন্য সবার দরজায় এগিয়ে যাবেন। যত বাধা আসবে আমাদের এগিয়ে যেতে হবে। সবার সেবায় জন্য এগিয়ে যাবেন। আর সবার মতামত নিয়ে নতুন সংবিধান তৈরি করতে হবে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর পৌরসভা মাঠে জেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, অন্য কোন দফা নয়, এক দফা আগে। সেই দফা একবার জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখেন। যাদের কাছে যাই তারা বলেন, এবার আপনারা। কারণ জামায়েত ইসলামী একমাত্র দল, যারা কোন দখলদারী করেনা।
জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, প্রত্যেক দল যাতে মতপ্রকাশের স্বাধীনতা পায় এমনভাবে আমরা একটি জান্নাতি পরিবেশ সৃষ্টি করবো। আমরা সব কিছুর দাম অর্ধেক করবো। আওয়ামী লীগের একমাত্র শত্রু মাননীয় আপা (শেখ হাসিনা)।
শরীয়তপুর জেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রব হাশেমীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমানে সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম খান মিলন।
বক্তব্য রাখেন, জামায়াতের ফরিদপুর অঞ্চলের টিম সদস্য মুহাম্মদ দেলোয়ার হোসেন ও শামসুল ইসলাম আল বরাটি, শরীয়তপুর জেলার সাবেক আমির মাওলানা খলিলুর রহমান, ফরিদপুর জেলা আমির মাওলানা মুহাম্মদ বদরুদ্দীন, গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিম, মাদারীপুর জেলা আমীর মাওলানা মোখলেসুর রহমান, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও শরীয়তপুরের সিনিয়র নায়েবে আমির কেএম মকবুল হোসাইন।
এসময় জেলা শুরা সদস্য ও ডামুড্যা পৌরসভার আমির আতিকুল রহমান কবির এবং জেলা শূরা সদস্য মোহাম্মদ মোজাম্মেল হকসহ জামায়াতের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ