বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি এখনও আস্থা রয়েছে।
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সভায় তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, একটি গোষ্ঠী দেশকে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা ও সংকটের দিকে ঠেলে দিচ্ছে। সেটা মোকাবিলা করতে হবে। পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসীও প্রত্যাশা করেছিল, দেশে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটার উদ্যোগ নেওয়া হয়নি। মানুষের প্রত্যাশা ছিল, একটি নির্বাচনের রোডম্যাপ পাবে, কিন্তু তা পায়নি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে দুদু বলেন, দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা না করলে বিএনপি জানে কীভাবে অধিকার আদায় করে নিতে হয়। সরকার উদ্যোগ নিলে ভালো, না হলে হয়তো আরেকটি লড়াইয়ের প্রয়োজন পড়তে পারে।
বিডি-প্রতিদিন/শফিক