সিরিয়ার উত্তরাঞ্চলে গত দুই দিনে তুরস্ক-সমর্থিত গোষ্ঠী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে সংঘর্ষে ১০১ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে মানবিজ শহরের আশপাশের বেশ কয়েকটি গ্রামে সংঘর্ষে ১০১ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৮৫ জন তুরস্ক-সমর্থিত গোষ্ঠীর সদস্য এবং ১৬ জন এসডিএফ যোদ্ধা। অন্যদিকে এক বিবৃতিতে এসডিএফ জানিয়েছে, তারা ‘তুরস্কের ড্রোন ও বিমান সহায়তাপ্রাপ্ত ভাড়াটে সেনাদের সব আক্রমণ প্রতিহত করেছে।’
এসডিএফ বর্তমানে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও দেইর ইজোর প্রদেশের কিছু অংশ নিয়ন্ত্রণ করে। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর সরকারি বাহিনী সরে গেলে কুর্দিরা সেখানে একটি স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করে। বিবিসি