ইয়েমেনে আল-কায়েদার একজন জ্যেষ্ঠ সদস্য বোমা বিস্ফোরণে নিহত হয়েছে। এক বিবৃতিতে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে স্বীকৃতি আল-কায়েদা নিজেই বিষয়টি নিশ্চিত করেছে।
রাজধানী সানার পূর্বে মারিবের কাছে বিস্ফোরক ভর্তি একটি মোটরসাইকেল বিস্ফোরণে আল কায়েদা নেতা আবু ইউসুফ আল-মুহাম্মাদি আল-হাদরামি নিহত হয়েছেন।
ওয়াশিংটন আরব উপদ্বীপে আল-কায়েদা নামে পরিচিত এই গোষ্ঠীটিকে সবচেয়ে বিপজ্জনক শাখা হিসেবে বিবেচনা করে।
এটি একাধিক হামলার জন্য দায়ী, যার মধ্যে রয়েছে ২০০০ সালে এডেন উপকূলে ‘ইউএসএস কোলে’ বোমা হামলা। যাতে ১৭ জন মার্কিন সামরিক কর্মী নিহত হন।
২০১৫ সালে ইয়েমেনের এই আল-কায়েদা শাখা দাবি করে, শার্লি এবদো ম্যাগাজিনের প্যারিস অফিসে হামলায় ১২ জনকে হত্যাকারী দুই ফরাসি বন্দুকধারী তাদের পক্ষে কাজ করছিল।
বিডি প্রতিদিন/নাজমুল