তটিনীর বিয়েতে গণ্ডগোল দেখা দিয়েছে। কারণ এ বিয়েতে পরস্পরবিরোধী প্রেমিক-প্রেমিকার সাসপেন্সে ভরা চিত্রনাট্য ছিল। ঘটনাটি বাস্তবে না হলেও এক নাটকে এভাবেই দেখা যাবে তটিনীর দুরবস্থা। নাটকের নাম- ‘বিয়ের গণ্ডগোল’। চিত্রনাট্য জয়নাল আবেদিন, গল্প ও পরিচালনায় মাসরিকুল আলম। নাটকটি সম্প্রতি ইউটিউবে উন্মুক্ত হয়েছে। তটিনী বলেন, ‘গল্পটি সুন্দর। একটু ভিন্ন ধরনের। কাজটি করে আনন্দ লেগেছে। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’