বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আলোচনা সভা ও বিনোদন অনুষ্ঠান পালিত হয়েছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, বার্ষিক সাধারণ সভা ও বিনোদন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন।
সংগঠনের জেলা চেয়ারম্যান আজাদ আবু রায়হান মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল আলম, সিভিল সার্জন ডা. কানিজ সাবিহা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা বিএমএর সাবেক সভাপতি ডা. শহীদুজ্জামান হারুন, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক এজিএম এটিএম ফরহাদ হোসেন বিজু, সংগঠনের সহ-সভাপতি শাহ হারুন রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান দুদু।
বিকেলে দ্বিতীয় অধিবেশনে সংগঠনের জেলা চেয়ারম্যান আজাদ আবু রায়হান মন্ডলের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা সংগঠনের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এএ