জুলাই বিপ্লবের শহীদদের স্বপ্ন বাস্তবায়নে চট্টগ্রাম-১১ আসনের জনগণ জামায়াত মনোনীত প্রার্থীকে বিজয়ী করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী। গতকাল নগরীর কিংসপার্ক কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী বন্দর থানার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, বন্দর-পতেঙ্গা সংসদীয় এলাকা জামায়াতের ঐতিহ্যবাহী ঘাঁটি। সাম্প্রতিক সময়ে এ অঞ্চলে সংগঠনের ব্যাপক প্রসার ঘটেছে। আগামী সংসদ নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য কর্মীরা প্রস্তুত রয়েছে। এবার জামায়াতের প্রার্থীদের নির্বাচিত করতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ।