পুলিশ বাহিনীর সদস্যদের সারা বছরের কাজের স্বীকৃতিস্বরূপ পরের বছর পদক প্রদান করা হয়ে থাকে। অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়। পাশাপাশি গুরুত্ব¡পূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা প্রদান করা হয়।
কিন্তু এবারই ব্যতিক্রম ঘটনা ঘটছে। মাত্র একজনই পেলেন বাংলাদেশ পুলিশ পদক (পিপিএম)। তিনি ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত একজন এএসআই। নাম মো. মেসবাহ উদ্দিন। গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখার সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন। এতে বলা হয়, ২০২৫ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এএসআই মো. মেসবাহ উদ্দিনকে বিপিএম পদক প্রদান করা হলো।