চট্টগ্রামের হোটেল র্যাডিসন ব্লুতে আজ থেকে শুরু হচ্ছে ১৬তম ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার’। চার দিনব্যাপী এ মেলা শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। মেলায় থাকবে ৪২টি স্টল। ফেয়ারে রিহ্যাব সদস্যদের মধ্যে ২টি গোল্ড স্পন্সর, ১৪টি কো-স্পন্সরসহ আরও ১৬টি রিয়েল এস্টেট কোম্পানি এবং ৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও পাঁচ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
মেলাতেও সিঙ্গেল ও মাল্টিপল এন্ট্রি টিকিট থাকবে। সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশমূল্য ৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশমূল্য ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে দর্শনার্থীরা চারবার মেলায় প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের জন্য প্রতিদিন লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা থাকবে।
উদ্বোধনী দিন বেলা ২টা থেকে মেলায় প্রবেশ করা যাবে। বাকি দিনগুলোতে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলায় প্রবেশ করা যাবে।