চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পীর পরিবারকে টানা দুই দিন অবরুদ্ধ করে রাখার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন সংগঠনটির নেতারা। গত রবিবার রাতে নগরীর নূর আহমদ সড়কের সিএমইউজে কার্যালয়ে প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্যসচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সিএমইউজের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম সেলিমের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, ঠুনকো বিষয়কে কেন্দ্র করে গত শুক্রবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত বাসা অবরুদ্ধ করে রাখে।
এতে আতঙ্কিত হয়ে তার স্ত্রী ও পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়েন। সাম্প্রতিক সময়ে কোনো সাংবাদিক ও তার পরিবারের ওপর এ ধরনের নির্যাতনের ঘটনা ঘটেনি।