সোহরাওয়ার্দী উদ্যানের স্টল ও প্যাভিলিয়নের সামনে লক্ষ্য করা যায়নি পাঠক ও ক্রেতাদের ভিড়। মোটামুটি অবসর সময় কাটাচ্ছিলেন স্টল ও প্যাভিলিয়নে কর্মরত বিক্রয়কর্মীরা। এমন দৃশ্যই দেখা গেছে গতকাল অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিনের বিকালে। লোকজনের আনাগোনা কম থাকাতে প্রকাশকদের মন খারাপের চিত্র ফুটে উঠেছে তাদের মুখাবয়বে। তবে সন্ধ্যার দিকে ভিড় কিছুটা বাড়ে। সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে কথা হয় জোনাকী প্রকাশনীর স্বত্বাধিকারী মনজুর হোসেনের সঙ্গে। তিনি বলেন, আশা করছি গতবারের চেয়ে এবারের মেলা অনেকটা ভালো হবে। দীর্ঘদিন ধরে যেই অনিয়ম চলে আসছে সেই অনিয়মের ঘেরাটোপ থেকে যদি বাংলা একাডেমি বের হতে না পারে আর বৈষম্য দূর করতে না পারে তাহলে যেই লাউ সেই কদুই থাকবে। মেলা প্রাঙ্গণে কথা হয় চিত্রশিল্পী শাহনাজ জাহানের সঙ্গে। মেলার পরিবেশ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, গতবারের চেয়ে এবারের স্টল বিন্যাস ভালো লাগছে। গতকাল একুশে বইমেলার দ্বিতীয় দিন নতুন বই এসেছে ১৩টি। মূল মঞ্চ : বিকালে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘হেলাল হাফিজের রাজনৈতিক পাঠ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন ড. কুদরত-ই-হুদা। আলোচনায় অংশগ্রহণ করেন মৃদুল মাহবুব। সভাপতিত্ব করেন সুমন রহমান। ১৭ বছর ভয়ে মেলায় আসতে পারিনি : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচারের দুঃশাসনের ভয়ে দীর্ঘ ১৭ বছর বইমেলায় আসতে পারিনি। আমাদের আসতে দেওয়া হয়নি। গতকাল অমর একুশে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া পরিষদের স্টল উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন।