ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশের সংকট মোকাবিলার জন্য প্রয়োজন ছিল জাতীয় সরকার। জাতীয় সরকার মানেই হলো আন্দোলনকারী দলগুলোসহ সব দলের প্রতিনিধিদের নিয়ে সরকার গঠন করা। এ জাতীয় সরকার গঠন করলে বর্তমান সরকারকে আজকের সংকটে পড়তে হতো না। গত শনিবার সন্ধ্যায় নীলফামারীর জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।