স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের শিক্ষকদের জীবনযাত্রার মানের উন্নতি হয়নি বলে উল্লেখ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে অধিভুক্ত কলেজের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও ট্যাব বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষকতা একটি মহান পেশা। আপনারা অনেক পেশা রেখে শিক্ষকতা পেশায় নিজেদের নিয়োজিত করেছেন নীতি-নৈতিকতার স্বার্থে, সমাজ ও দেশের স্বার্থে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে নিজেদের নিয়োজিত করুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম।